৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:১০

কারণে-অকারণে যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে:স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২

  • শেয়ার করুন

কারণে-অকারণে যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

তিনি বলেন, আমাদের মুক্তিযোদ্ধাদের মনের দাবি ছিল, বঙ্গবন্ধু হত্যার বিচার করা হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেই দাবিটি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন; যুদ্ধাপরাধীদের বিচার করিয়েও দেখিয়ে দিয়েছেন।

 

আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ আয়োজিত ‘৭ নভেম্বর : মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবসের প্রতিবাদ সভা’য় তিনি এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আশা করি, মুক্তিযোদ্ধাদের কারণে-অকারণে যারা হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে। সেই বিচারটিও আমরা বাংলার মাটিতে দেখতে পাব।

  • শেয়ার করুন