৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:৪৭

কাল থেকেই কমতে পারে তাপমাত্রা

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩

  • শেয়ার করুন

দেশের চার জেলায় প্রচণ্ড তাপপ্রবাহ ও চার বিভাগের বিভিন্ন জেলায় বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ পরিস্থিতি আজ বৃহস্পতিবার পর্যন্ত চলতে থাকবে। আবার তিন বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর গতকাল বুধবার ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পঞ্চগড়, রংপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙামাটি ও বান্দরবান জেলা এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

গতকাল চুয়াডাঙ্গা ও পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দুই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে চুয়াডাঙ্গায় এটিই সর্বোচ্চ তাপমাত্রা।

ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তর এই তাপদাহকে অতি তীব্র তাপপ্রবাহ বলে জানিয়েছে। গত ২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত টানা ১৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। গত সোমবার এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

টানা তীব্র তাপপ্রবাহে দুই জেলার জনজীবন বিপর্যস্ত। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। প্রচণ্ড রোদে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া দিনমজুররা। সেইসঙ্গে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত আবহাওয়া কর্মকর্তা জামিনুর রহমান জানান, এ তাপপ্রবাহ আরও দু-তিন দিন চলবে। ২২ এপ্রিলের পর অবস্থার উন্নতি হবে।

ঈশ্বরদী: তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে ঈশ্বরদীতে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হওয়ায় জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়েছে। ঈশ্বরদী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর জানান, ঈশ্বরদীতে ব্যবসা বাণিজ্য, মিল কলকারখানাসহ আবাসিক এলাকার জন্য প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৩৭ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর বিপরীতে আমরা ১৫ থেকে ২০ মেগাওয়াট বিদ্যুৎও পাচ্ছি না। এ কারণে লোডশেডিং দিয়ে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে।

রাজশাহী: রাজশাহী ব্যুরো জানিয়েছে, সেখানে তাপমাত্রার পারদ যেন কোনোভাবেই নিচে নামছে না। গেল ৪ এপ্রিল মৃদু তাপপ্রবাহ দিয়ে শুরু হয়েছিল চলতি মৌসুমে গরমের দাপট। এরপর মাঝারি তাপপ্রবাহ এবং তারপর তীব্র তাপপ্রবাহ শুরু হয়। আর তিন দিন থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এ অঞ্চলের ওপর দিয়ে। সবশেষ তিন দিনই রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রার পারদ রয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, এর মধ্যে দুদিন রাজশাহীর তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়ায়। প্রথমে ১৭ এপ্রিল বিকেল ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল বিকেল ৩টায় রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দুঃসহ এ গরম থেকে পরিত্রাণ পেতে গতকাল ‘সালাতুল ইসতিসকার’ আদায় করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় রাজশাহীর তেরখাদিয়ায় থাকা শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম মাঠে এ নামাজের আয়োজন করা হয়।

  • শেয়ার করুন