প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩
চিকিৎসকদের পরামর্শে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল শনিবার বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রতি মাসে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গতকাল রাত সোয়া ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিকেল সাড়ে ৫টায় গুলশানের বাসা ফিরোজা থেকে বের হয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। এ সময় গুলশানের বাসায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, শিরিন সুলতানাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
গতকাল রাত ৯টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে তার চিকিৎসক বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া সপ্তমবারের মতো এভারকেয়ার হাসপাতালে এসেছেন। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে পরীক্ষার পর ম্যাডামকে (খালেদা জিয়া) ভর্তি করানো হয়েছে। তার অনেক পরীক্ষা, যেগুলো বাসায় করা সম্ভব নয়, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সেসব পরীক্ষা আগামী কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। পরীক্ষার পরবর্তী সময়ে মেডিকেল বোর্ড রিপোর্ট পরীক্ষা করে পর্যালোচনা করে চিকিৎসা দেবে। তিনি বলেন, কিছুদিন ধরে ম্যাডামের লিভার ও হার্টের জটিলতা ছিল। বাইরে চিকিৎসা নিতে মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছিল। কিন্তু কেন নিতে পারেননি, সেটা আপনারাও জানেন, দেশবাসীও জানে। যেহেতু ওনার সঠিক চিকিৎসা করা যাচ্ছে না; তাই ওনাকে এখানে ভর্তি করা হয়েছে। পরীক্ষার পরে একটি ধারণা নিয়ে মেডিকেল বোর্ডের আলোচনাক্রমে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
ডা. জাহিদ বলেন, চিকিৎসা বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে। এরই মধ্যে মেডিকেল বোর্ডের কয়েকজন সদস্য পরীক্ষা করেছেন। চিকিৎসা শুরু হয়েছে। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই। এত প্রতিকূলতার মাঝেও যেটুকু চিকিৎসা পাওয়া যায় তাতে যেন তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।
খালেদা জিয়াকে কতদিন হাসপাতালে থাকতে হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আগেই বলা যাচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষা করে মেডিকেল বোর্ড যে সিদ্ধান্ত দেবে, যে কয়দিন লাগবে, সে কদিন তাকে থাকতে হবে।
২০২১ সালের এপ্রিলে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন। একই বছরের জুন পর্যন্ত তাকে পাঁচ দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।