৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১:৫৩

কুমিল্লায় মহাসড়কে পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২

  • শেয়ার করুন

গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেনমার্ক ফেরত এক প্রবাসী ফেনী যাচ্ছিলেন। পথে মাটিয়ারা এলাকায় ডাকাতরা তার গাড়ি থামিয়ে কুপিয়ে আহত করে। সে সময় পুলিশের একটি টহলদল তাদের দেখে ফেলে ধাওয়া দেয়।

ডাকাতরা পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি করে। এতে দুজন ডাকাত গুলিবিদ্ধ হন। বাকিরা পালিয়ে যান। তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

এসপি বলেন, ‘গুলিবিদ্ধ দুই ডাকাতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোলাগুলিতে এসআই ইয়াছিনও আহত হয়েছেন। এ ছাড়া আহত ওই প্রবাসীকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

  • শেয়ার করুন