৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৫:৩৯

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২

  • শেয়ার করুন

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মেহেদী হাসান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

 

শনিবার রাত ৮টার সময় ভেড়ামারা মহাসড়কের ভেড়ামারা ৩৬০ বিদ্যুৎকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মেহেদী হাসান মিরপুর উপজেলার তালবাড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক।

 

পুলিশ জানায়, শনিবার রাতে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

 

আহত দুজনকে স্থানীয় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

  • শেয়ার করুন