৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:৪৯

কুষ্টিয়ায় দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩

  • শেয়ার করুন

কুষ্টিয়া ও ঝিনাইদহ বাস মালিক শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়ার সঙ্গে খুলনা এবং ফরিদপুর রুটে সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আজ শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে এ ধর্মঘট। আগামী ৯ এপ্রিলের মধ্যে দ্বন্দ্ব না মিটলে কুষ্টিয়ার সঙ্গে সারা দেশে বাস চলাচল বন্ধ ঘোষণার আলটিমেটামও দেওয়া হয়েছে।

এদিকে সকাল থেকে এই দুই রুটে সব বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।

কুষ্টিয়া জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়। কয়েক দিন ধরেই ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের ফরিদপুরে ট্রিপ নিয়ে ঝামেলা চলছিল। তারই জের ধরে গত ৫ এপ্রিল মধ্যরাতে ঝিনাইদহের কালীগঞ্জে কুষ্টিয়ার গড়াই পরিবহনের স্টাফদের মারধর করেন ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের নেতারা। এরই প্রতিবাদে শুক্রবার ভোর থেকে কুষ্টিয়া থেকে খুলনাগামী রূপসা পরিবহন এবং কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী সব যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু বলেন, ‘ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের ট্রিপ নিয়ে তাদের অন্যায্য দাবি আমরা না মানায় তারা আমাদের শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর এবং বাস ভাঙচুর করে। তারই প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে।’

কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম বলেন, ‘৫ এপ্রিল মধ্যরাতে ঝিনাইদহ মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা আমাদের স্টাফদের ওপর হামলা চালায় এবং মারধর করে। তারই প্রতিবাদে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছি। আগামী ৯ এপ্রিলের মধ্যে সমাধান না হলে কুষ্টিয়ার সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।’

ঝিনাইদহের কালীগঞ্জগামী যাত্রী গীতা রানী ও শেখর জানান, তারা পরিবার নিয়ে মজমপুর বাসস্ট্যান্ডে এসে দেখেন এই রুটে বাস চলাচল বন্ধ। কীভাবে যাবেন তা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়েন তারা।

  • শেয়ার করুন