৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৩৬

ক্ষমতা হারানোর ভয়ে তালগোল পাকিয়ে ফেলেছে আওয়ামী লীগ: রিজভী

প্রকাশিত: জুলাই ১, ২০২৩

  • শেয়ার করুন

দেশে-বিদেশের গণতন্ত্রকামী মানুষরা শেখ হাসিনাকে ধিক্কার দিচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে তালগোল পাকিয়ে ফেলেছে আওয়ামী লীগ। তারা আমাদের সংস্কৃতি শিখাতে চায়। কিন্তু তাদের সংস্কৃতি তো হত্যা, গুম-খুনের। গণতন্ত্র নয়, মূলত: তারা কাউয়া সংস্কৃতিতে বিশ্বাস করে।

 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং শেখ রবিউল আলম রবির মুক্তির দাবিতে শনিবার (১ জুলাই) সকালে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

 

মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড় হয়ে পুনরায় নয়াপল্টনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, এ্যাব-এর সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, বিএনপি নেতা জাকির হোসেন, আরিফুর রহমান নাদিম, ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার, ছাত্রদলের সহসভাপতি মিলাদ উদ্দীন ভুঁইয়া, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. তৌহিদ আউয়াল, ঢাকা মহানগর ছাত্রদলের পূর্বের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকিসহ কয়েকশ নেতাকর্মী।

 

মিছিল-পরবর্তী সমাবেশে রিজভী বলেন, ঈদের দিনেও আমাদের অঙ্গ-সংগঠন ছাত্রদল, যুবদলের অনেক নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। গোপালগঞ্জের মকসুদপুরে তারা মাইকিং করে বলেছে, বিএনপি নেতারা যেন ঈদের নামাজ আদায় করতে না পারে। আমাদের যে ধর্মীয় অধিকার আল্লাহর কাছে ইবাদত করার, সেই অধিকার শেখ হাসিনার স্বশস্ত্র সন্ত্রাসীরা কেড়ে নিয়েছে।

 

তিনি বলেন, এবারের কোরবানির ঈদে মানুষের ভোগান্তির শেষ নেই। ঈদের প্রাক্কালে বাড়ির উদ্দেশে যেদিন রওনা দিয়েছে, তার পরের দিন সন্ধ্যায় বা মাঝরাতে বাড়িতে পৌঁছেছে। কেউ কেউ ঈদের দিনেও বাড়ি পৌঁছেছে। এটার অবদান তো ওবায়দুল কাদেরের। আপনাদের সংস্কৃতি কী একটা মারলে দশটা মারতে হবে। দেশের বিখ্যাত একজন আইনজীবীকে বলেছেন ‘মুই কার খালুরে’? তার একজন বরেণ্য আইনজীবী ব্যারিস্টার রফিকের চোখ তুলে নিতে চেয়েছেন।

  • শেয়ার করুন