৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:৪৬

খালেদার সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করলেন ফখরুল

প্রকাশিত: জুলাই ৯, ২০২৩

  • শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৭ জুলাই) সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে বিএনপির মিডিয়া সেল বলছে, দলীয় প্রধানের স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে বিএনপি মহাসচিব সেখানে গিয়েছিলেন।

সূত্র জানায়, সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান। সেখানে তিনি ঘণ্টাব্যাপী অবস্থান করেন ও রাজনীতির চলমান সার্বিক বিষয়ে দলীয়প্রধানকে জানান।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মহাসচিবের বৈঠকের বিষয়টি স্বীকার করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ম্যাডামের স্বাস্থ্যের খোঁজ নিতে মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সেখানে গিয়েছিলেন।

  • শেয়ার করুন