প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২
প্রকাশিত:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি এবং বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার, সভা-সমাবেশে বাধা, বিদেশে অর্থ পাচার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তরণ হিউম্যান রাইট অ্যাসোসিয়েশন ফ্রান্সের (ইন্টারন্যাশনাল) উদ্যোগে মানববন্ধন হয়েছে।
গতকাল সোমবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের চেয়ারম্যান মমতাজ আলোর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফ্রান্স শাখা বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সাধারণ সম্পাদক এম এ তাহের, সহসভাপতি রুহুল আমিন আব্দুল্লাহ, মাহবুব আলম রাঙ্গা, রফিকুল ইসলাম জুয়েল, রশিদ পাটোয়ারী, প্রফেসর তসলিম; ১ নম্বর যুগ্ম সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, জুনায়েদ আহাম্মেদ, জেলাসুর জামান, সিরাজুল ইসলাম মিসবা; শিক্ষাবিষয়ক সম্পাদক আহাম্মেদ মালেক, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদুর ইসলাম শিপার, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক আব্দুর রহিম মিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম টিটু, সহসাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, বাণিজ্যবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, সহপ্রচার সম্পাদক ফরিদ আহমেদ রনি, সহক্রীড়াবিষয়ক সম্পাদক আব্দুর রব রানা, তানভীর আহমেদ তুহিন, তত্ত্ব ও গবেষণাবিষয়ক সম্পাদক কিরণ আহমেদ, সহসাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক রোবেল আহমেদ; সদস্য তকবির আলী, সাইফুল ইসলাম, ফয়সাল আহমেদ, নান্টু দাস, মুহিব আহমেদ, তুহিন চৌধুরী জাহাঙ্গীর আলম মিলন, ফরিদ মিয়া, সজীব, মহসিন মিজা সুমন প্রমুখ।