৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৬:১৪

খেলা হবে নির্বাচনে, খেলা হবে আন্দোলনে, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে,কাদের

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২

  • শেয়ার করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে নির্বাচনে, খেলা হবে আন্দোলনে, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, খেলা হবে লুটপাটের বিরুদ্ধে। গতকাল দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে তিনি এসব বলেন।

 

সেতুমন্ত্রী বলেন, বারবার বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকার চাই। আমি ফখরুলকে জিজ্ঞেস করি, দুনিয়ার আর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে? খালেদা জিয়াই তো বলেছেন, তত্ত্বাবধায়ক পাগল আর শিশু ছাড়া কেউ বোঝে না। তত্ত্বাবধায়ক সরকারকে উচ্চ আদালত নিষিদ্ধ করেছে, মিউজিয়ামে পাঠিয়েছে। সেই তত্ত্বাবধায়কের দাবিতে বিএনপি মুখে ফেনা উঠিয়ে ফেলছে। জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

 

বিএনপি আগামী নির্বাচনে আসবে : ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিষয়ে বিরোধী দলটির দাবি পূরণ হওয়ার নয়। বিশ্বের অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই হবে। বিএনপি সেই ভোটে আসবে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ চত্বরে এরশাদবিরোধী আন্দোলনে নিহত চিকিৎসক শামসুল আলম খান মিলনের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

  • শেয়ার করুন