৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৫১

গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির কেন্দ্রীয় দুই নেতা

প্রকাশিত: জুলাই ১০, ২০২৩

  • শেয়ার করুন

গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির কেন্দ্রীয় দুই নেতা। সোমবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, গণঅধিকার পরিষদের প্রতিনিধিদলে রয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান (অব.), সহকারী আহ্বায়ক জে আবেদীন শিশির। যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ আতাউল্লাহ, যুগ্ম সদস্যসচিব তারেক রহমান,যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান তুহিন, আবুল কালাম আজাদ, সহকারী সদস্যসচিব শেখ খায়রুল কবীর, যুগ্ম সদস্যসচিব মো. তারেক রহমান, সহকারী সদস্যসচিব মোহাম্মদ শামসুদ্দিন।

  • শেয়ার করুন