৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১২:৫২

গফরগাঁও বিএনপির যুগ্ম আহবায়কসহ ৫ নেতাকর্মীকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩

  • শেয়ার করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কসহ ৫ নেতাকর্মীকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের আমলীতলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান খায়রুল, বাবুল মিয়া ওরফে আলমগীর, রতন মিয়া ওরফে রেজাউল, আব্দুল মতিন ও মোজাম্মেল হক।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গফরগাঁও থানায় বিস্ফোরক ও পুলিশের উপর হামলার মামলা রয়েছে। তাদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হবে।

  • শেয়ার করুন