৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৯:৩৯

গলায় ওড়না পেঁচিয়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩

  • শেয়ার করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার(৫৫) আত্মহত্যা করেছেন। শ্যামনগর থানার পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ নির্ণয়ের চেষ্টা করছে পুলিশ।

আজ বুধবার দুপুর ১টার দিকে গোপালপুর পিকনিক কর্নার সংলগ্ন আত্মীয়ের বাড়ির আঙিনায় আম গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন আবুল বাসার। তিনি উপজেলার কৈখালী গ্রামের মৃত ইনতাজ মাস্টারের ছেলে।পরিবারের বরাত দিয়ে কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জি এম রেজাউল করিম জানান, সম্প্রতি নারী ঘটিত একটি মামলায় স্কুল পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্তের নোটিশ প্রদান করা হয়। এ ঘটনায় সে হতাশাগ্রস্থ হয়ে পড়ে।

এলাকাবাসী জানান, কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান শিক্ষক একটি জটিল পরিস্থিতির মধ্যে পড়ে যান। নিয়োগ বঞ্চিত একজন আয়া পদপ্রার্থী ঐ শিক্ষকের নামে একটি অসম্মানজনক মামলা রুজু করেন। পারিবারিক এবং সামাজিকভাবে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। একপর্যায়ে আত্মহত্যা করতে বাধ্য হন।প্রধান শিক্ষকের ভাই নকিপুর সরকারি পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক আবুল খায়ের জানান, সম্প্রতি এস আর মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গঠনের পূর্বে বিগত কমিটি চারটি পদে নিয়োগ প্রদান করে। এই নিয়োগ নিয়ে বর্তমান কমিটি তার ভাইকে মানসিক নির্যাতন শুরু করে। স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মজিদ, আব্দুল মান্নান ও তাদের সহযোগী ম্যানেজিং কমিটির মোর্তোজা এবং সালাউদ্দিন তার ভাইকে অকথ্য ভাষায় গালাগাল কারতো। এ নিয়ে সে মানসিক অশান্তির মধ্যে ছিল। শিক্ষক আবুল খায়ের দাবি করেন তার ভাইকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।

নিহতের স্ত্রী নুরুন্নাহার দাবি করেন, একজন মহিলাকে ব্যবহার করে বর্তমান ম্যানেজিং কমিটি তার স্বামীর বিরুদ্ধে একটি মিথ্যা ধর্ষণ ও টাকা আত্মসাতের মামলা রুজু করে। শিক্ষক হিসেবে তিনি এত বড় মিথ্যা মেনে নিতে পারেননি। তার মৃত্যুর জন্য বর্তমান ম্যানেজিং কমিটি দায়ী।

শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।

  • শেয়ার করুন