৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:০০

গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২

  • শেয়ার করুন

পল্লীর আভাস: ফেনীর দক্ষিণ রামপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা পিকআপ চালকের পেশার আড়ালে মাদকের কারবার করেন।

র‍্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, গোপন তথ্যের মাধ্যমে র‍্যাব জানতে পারে কতিপয় মাদক কারবারি পিকআপে মাদকদ্রব্য বহন করে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। ওই খবর পেয়ে র‍্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দক্ষিণ রামপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‍্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মিনি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা সেটিকে থামার সংকেত দেয়। তবে পিকআপটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা কক্সবাজারের চকরিয়া থানার পশ্চিম বাটাখালী গ্রামের নবাব মিয়ার ছেলে মো. সোহেল (২০), একই থানার পূর্ব সুরাজপুর গ্রামের নুরুল আমিনের ছেলে আল-অমিন সাগরকে (১৯) আটক করে।

আটকদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে গাড়ির পেছনে মালামাল বহনের জায়গা থেকে দুইটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় কাগজপত্রবিহীন পিকআপটি জব্দ করা হয়।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন ধরে কৌশলে মাদকদ্রব্য কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে কিনে পরবর্তীকালে চট্টগ্রাম, কক্সবাজারসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছেন।

ফেনীস্থ র‍্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, জব্দ করা গাঁজাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

 

  • শেয়ার করুন