৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৫:২২

গাজীপুরায় পূর্বশত্রুতার জেরে আশিক হোসেন নামে এক যুবককে হত্যা

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২

  • শেয়ার করুন

গাজীপুরের টঙ্গী উপজেলার গাজীপুরায় পূর্বশত্রুতার জেরে আশিক হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে হামলায় আহত হয়েছেন আরও তিনজন।

 

নিহত আশিক ওই এলাকার সোলাইমান হোসেন সেলু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, কিছু দিন আগে আশরাফুল নামে এক যুবকের সঙ্গে আশিকের দ্বন্দ্ব হয়। বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেন। শনিবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার প্রস্তুতি নিচ্ছিলেন আশিক ও তার বন্ধুরা। এ সময় আশরাফুলের ফোন নম্বর থেকে একটি কল আসে আশিকের ফোনে। আশিককে জানানো হয়, ছিনতাইকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তার পরিচিত কিনা শনাক্ত করতে তাকে নীলাচল হাউজিং সোসাইটি এলাকায় যেতে বলা হয়।

 

আশিক ওই হাউজিং সোসাইটিতে প্রবেশের পর পরই সেখান থেকে মারধর ও চিৎকার আওয়াজ শোনা যায়। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে গেলে দুর্বৃত্তরা তাদেরও মারধর করে পালিয়ে যায়। হামলার শিকার হন টুটুল, বিল্লাল ও সাব্বির নামে তিন যুবক। পরে খবর পেয়ে পুলিশ আশিককে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেলের হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

এদিকে হাসপাতালে নিহত আশিকের বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা তার হত্যাকারী সন্দেহে হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন যুবকের ওপর হামলা চালায়। এ ছাড়া হাসপাতালের জরুরি বিভাগের জানালার গ্লাস ও মূল্যবান আসবাব ভাঙচুর করা হয়।

 

টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

  • শেয়ার করুন