৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৮:৩৫

গাজীপুরে সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক কৃষকের মৃত্যু 

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২

  • শেয়ার করুন

গাজীপুরের শ্রীপুরে জমিতে পানি দেওয়ার জন্য সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের নিমাইচালা গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্বজনরা জানান, ৩৫ বছর বয়সী মজিবুর রহমান কৃষিকাজ করতেন। শনিবার সকালে বাড়ির পাশের কলাবাগানে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচযন্ত্র চালু করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

শ্রীপুর থানার ওসি বলেন, ‘এ ঘটনায় থাকায় কেউ কোনো অভিযোগ করেনি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

  • শেয়ার করুন