প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩
গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানায় নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে জোবাইদা (১৫) নামে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা খবর পাওয়া গেছে।t
শনিবার সন্ধ্যায় পূবাইল থানার ৪২ নং ওয়ার্ডের মারুকা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত জোবাইদা একই এলাকার জাকারিয়ার মেয়ে। সে হারবাইদ স্কুল এন্ড কলেজ দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের বাবা জানান, বিকালে বাজার থেকে ইফতারি কিনে এনে দেখেন মেয়ের নিজের কক্ষ ভিতর দিয়ে আটকানো, অনেক সময় ডাকাডাকি করার পর দরজা না খোলায় জানালা দিয়ে দেখতে পাই মেয়ের লাশ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে । পরে লোকজন ডেকে মরদেহ ঝুলন্ত অবস্থায় থেকে নামানো হয়। পরে পূবাইল থানা পুলিশকে খবর দেওয়া হয়। মা-বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মেয়েটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।