৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৬:৩৩

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিজিবি’র সদস্য নিহত

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩

  • শেয়ার করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মোস্তাফিজুর রহমান (৪৫) ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের নইম উদ্দিনের ছেলে। তিনি ১৬ ব্যাটালিয়ন, বিজিবি, নওগাঁর হাবিলদার পদে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, চারজন যাত্রী নিয়ে ঘোড়াঘাটমুখী একটি সিএনজি নাসিরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে মারা যান এবং অপর তিন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুরের ওছমানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় দুর্ঘটনাকবলিত যান দুটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, আজ শুক্রবার নিহতের মরদেহ গাইবান্ধা আধুনিক হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

  • শেয়ার করুন