প্রকাশিত: আগস্ট ২১, ২০২২
পল্লীর আভাস :
বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় ২৪ জনকে হত্যার ঘটনায় আদালতের দেওয়া রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছে জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)।
রবিবার (২১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি করা হয়।
মানববন্ধনে সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলা জাতির জন্য একটি কলঙ্কের দিন। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে চিরতরে শেষ করে দিতে এ হামলা করেছে ঘাতকের দল। অনতিবিলম্বে এই মামলার রায় কার্যকর করতে হবে। যেসব হামলাকারী বিদেশে পলাতক আছে তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করুন।’
তিনি বলেন, দেশে যে রাজনৈতিক অস্থিরতা চালানো হচ্ছে তা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। সাম্প্রদায়িক হামলার নিন্দা জানাচ্ছি। যারা এ হামলার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। আইন ও বিচার কার্যকর করা হলে এ ধরনের হামলা কমে আসবে।
মানববন্ধনে জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনএ’র মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম. এ জলিল, কাজী আরেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মাসুদ আহমেদ, ন্যাপ (ভাসানী) চেয়ারম্যান মোস্তাক আহমেদ, ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমানসহ বিভিন্ন পার্টির নেতারা।