প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২
প্রস্তুত রাখা হয়েছে ১২১টি আশ্রয়কেন্দ্র।
জেলা প্রশাসক মো. কামরুল হাসান আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি মোকাবিলায় সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
‘সব উপজেলার ইউএনওরা সার্বিক বিষয়ে খোঁজ রাখছেন এবং মনিটরিং করছেন। এ ছাড়া সব দপ্তরের সঙ্গে আমরা সমন্বয় করছি।’
জেলা বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘সিত্রাং মোকাবিলায় আমরা একটি কন্ট্রোল রুম খুলেছি। এখন ৪ নম্বর সতর্ক সংকেত চলছে। বৈরী আবহাওয়া পর্যবেক্ষণে রেখেছি এবং সকাল থেকেই চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব নৌযান চলাচল বন্ধ থাকবে।’
জেলা আবহাওয়া কর্মকর্তা শাহ্ মুহাম্মদ শোয়েব জানান, গতকাল রোববার রাত থেকে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চাঁদপুরে ৩৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ৪ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।