২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৭:৩৬

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২

  • শেয়ার করুন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি।

 

সোমবার রাতে বিএনপি মহাসচিবের উদ্ধৃতি দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

 

দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে এবং তাদের সহযোগিতা করতে আমি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর স্থানীয় কমিটিগুলোসহ সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

 

ঘূর্ণিঝড় আঘাত হানার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সামগ্রিক সহযোগিতা করার জন্যেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে উপকূলীয় অঞ্চলের মানুষকে ধৈর্য ধরে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

  • শেয়ার করুন