৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৭:৫৯

চট্টগ্রামে একটি স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২

  • শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ড পৌরসভার কথাকলি উচ্চ বিদ্যালয় থেকে এগুলো উদ্ধার করা হয়।

 

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্কুলে অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত কক্ষ থেকে চারটি কিরিচ, তিনটি দা ও একটি এসএস পাইপ উদ্ধার করা হয়েছে।

 

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করার জন্য অস্ত্রগুলো ওখানে রাখা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে এলাকাটি বিশেষ গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কান্তি দে বলেন, ‘স্কুলের একটি পরিত্যক্ত রুম থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ অসৎ উদ্দেশ্যে অস্ত্রগুলো এখানে রেখেছে।’

  • শেয়ার করুন