১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:৫৩

চতুর্থবারও বাংলা‌দেশের প্রধানমন্ত্রী হ‌বেন শেখ হা‌সিনা

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২

  • শেয়ার করুন

ভোলা-২ আ‌স‌নের সংসদ সদস্য আলী আজম মুকুল ব‌লে‌ছেন, চতুর্থবারও বাংলা‌দেশের প্রধানমন্ত্রী হ‌বেন শেখ হা‌সিনা। আওয়ামী লী‌গের শাসন আম‌লে শেখ হা‌সিনার হাত ধ‌রে দে‌শে যে ন‌জির‌বিহীন উন্নয়ন হ‌য়েছে কোনো সরকার এর সি‌কি প‌রিমাণ উন্নয়নও কর‌তে পা‌রে‌নি।

 

তিনি আরও বলেন, ৫শ টাকা বেত‌নের বেসরকারি শিক্ষকরা আজ সরকারি শিক্ষকের সমান বেতন পা‌চ্ছেন, ভূ‌মিহীনরা পে‌য়ে‌ছেন নি‌জে‌দের জ‌মি ও ঘর, প্রতি‌টি উপ‌জেলায় এক‌টি ক‌রে ম‌ডেল মস‌জিদ, মু‌ক্তি‌যোদ্ধাদের ২০ হাজার টাকা ভাতা চালু, অসংখ্য উন্নয়ন শেখ হা‌সিনার হাত ধ‌রেই হ‌য়ে‌ছে।

 

বৃহস্প‌তিবার ভোলার বোরহানউ‌দ্দি‌নে উপ‌জেলা অ‌ডিট‌রিয়া‌মে দুপু‌রে মু‌ক্তি‌যোদ্ধা‌দের স্মার্টকার্ড ও ডি‌জিটাল সনদ বিতরণ, মা‌সিক আইনশৃঙ্খলা সভা ও ডি‌জিটাল ভ্রাম্যমাণ ক‌ম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এম‌পি আরও ব‌লেন, ভোলার মানুষের দীর্ঘদি‌নের দাবি ছিল ‌টেকসই বে‌ড়িবাঁধ নির্মাণ; সেটাও সম্ভব ক‌রে‌ছে বর্তমান সরকার।

 

অনুষ্ঠা‌নে উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিসার মু‌ন্নি ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে আরও বক্তব্য রা‌খেন- উপ‌জেলা চেয়ারম্যান আবুল কালাম, পৌর মেয়র র‌ফিকুল ইসলাম, সাবেক উপ‌জেলা চেয়রম্যান মহব্বত জান চৌধুরী, সা‌বেক উপ‌জেলা চেয়ারম্যান ও উপ‌জেলা আওয়ামী লীগ সভাপ‌তি জ‌সিম উ‌দ্দিন হায়দার, উপ‌জেলা ভাইস চেয়ারম্যান রা‌সেল আহ‌মেদ মিয়া, ভারপ্রাপ্ত মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার জুল‌ফিকার আলী মিয়া, সা‌বেক কমান্ডার আসমত আলী মিয়া, সা‌বেক কমান্ডার আহম্মদ উল্যাহ মিয়া প্রমুখ।

  • শেয়ার করুন