১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৩:৩৪

চলতি মাসের শেষ সপ্তাহে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২

  • শেয়ার করুন

চলতি মাসের শেষ সপ্তাহে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত বছরের জুন মাসে প্রধানমন্ত্রী ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করছে সরকার।

 

কমিটির সভাপতি হাফেজ রুহুল আমিন মাদানির সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, শওকত হাচানুর রহমান (রিমন), ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, জিন্নাতুল বাকিয়া ও তাহমিনা বেগম।

 

বৈঠক সূত্রে জানা যায়, ২০২১ সালের ১০ জুন ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। বর্তমানে নির্মাণকাজ চলছে আরও ২৮৬টির। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে এ মাসের শেষ সপ্তাহে ৫০টি এবং আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আরও ৫০টি মসজিদ উদ্বোধন করা হবে বলে জানায় মন্ত্রণালয়।

 

হজ ব্যবস্থাপনার সুবিধার্থে ধর্মবিষয়ক মন্ত্রণলায়ের অধীনে পৃথক বিভাগের সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। এ সুপারিশ আলোচনা ও পর্যালোচনা পর্যায়ে রয়েছে বলে মন্ত্রণালয় জানায়। কার্যক্রম গৃহীত হলে পরবর্তীতে কমিটিকে জানানো হবে।

 

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতে হাজিদের তদারকির জন্য হজ টিমের প্রত্যেককে স্বস্ব কাজের বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও কাজের অভিজ্ঞতা যাচাই, সঠিকভাবে হাজিদের থাকা খাওয়া ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্যসংক্রান্ত নির্দেশিকা প্রণয়নের লক্ষ্যে ইতোমধ্যে কমিটি গঠনপূর্বক কার্যক্রম চলমান রয়েছে।

  • শেয়ার করুন