১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৭:০০

চলে গেলেন রাজনীতিক ও ব্যবসায়ী রেজা আলী

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩

  • শেয়ার করুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এবং ময়মনসিংহ-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেজা আলীর প্রথম জানাজা গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরের মসজিদে আল-ফালাহে অনুষ্ঠিত হয়েছে। তার মরদেহ আজ বুধবার সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। বাদ জোহর ঢাকার গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা এবং আসরের নামাজের পর বসুন্ধরা আবাসিক এলাকা কেন্দ্রীয় মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবার ত্রিশালের নজরুল একাডেমিতে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। একই দিনে ত্রিশালে পঞ্চম জানাজা শেষে তাকে ধনিখোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপনী সংস্থা বিটপি অ্যাডভার্টাইজিং লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রবীণ রাজনীতিবিদ রেজা আলী গত সোমবার ৮৩ বছর বয়সে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

১৯৪০ সালের ১০ এপ্রিল জন্ম নেওয়া রেজা আলী লেখাপড়া শুরু করেন ঢাকার সেন্ট গ্রেগরি হাই স্কুলে। এরপর পাকিস্তানের লাহোরের আইচিসন কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। ’৬২-র ছাত্র আন্দোলনের সময় তিনি গ্রেপ্তার হয়ে বেশ কয়েক বছর জেলে ছিলেন। পরে ১৯৬৩ সালে প্রাদেশিক সম্মেলনের মধ্য দিয়ে গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটিতে সহকারী সাধারণ সম্পাদক হন।

ষাটের দশকের শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী ছাত্র আন্দোলন ও বৃহত্তর গণ-আন্দোলনে তিনি যুক্ত হয়ে পড়েছিলেন। আইয়ুববিরোধী আন্দোলনের সময় তাকে কারাবন্দি করা হয়।

১৯৬৮ সালে বিটপি অ্যাডভার্টাইজিং লিমিটেডের সূচনা করেন রেজা আলী। মুক্তিযুদ্ধেও রেখেছেন নানা অবদান। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৪ সালে তিনি মিসামি গার্মেন্টস শুরু করেন। বাংলাদেশের শিপ ব্রেকিং শিল্প খাতের বিকাশেও তার অসামান্য অবদান রয়েছে।

২০০৮ সালের নির্বাচনে ময়মনসিংহ-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন রেজা আলী। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ও ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

  • শেয়ার করুন