৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:৩০

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২

  • শেয়ার করুন

ফরিদপুরের সালথায় রাজিব শেখ (২৮) নামে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজিব শেখ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে। এ ঘটনায় সালথা থানায় একটি মামলা হয়েছে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সালথা উপজেলার মেম্বার গট্রি এলাকার রাস্তার পাশে কচু বাগানের ভেতরে লাশটি পড়ে ছিল। রোববার বিকালে স্থানীয় এক ব্যক্তি গরুর জন্য ঘাস কাটতে গেলে লাশটি দেখে স্থানীয়দের জানান।

পরে সালথা থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া না গেলেও রাতে লাশটি শনাক্ত করেন রাজিবের স্বজনরা।

তারা জানান, প্রতিদিনের মতো গত শুক্রবার রাজিব তার ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরেননি।

নিহতের পিতা আইয়ুব আলী শেখ জানান, সালথা থানায় একটি অজ্ঞাত লাশ রয়েছে- এমন খবর পেয়ে রাতে সেখানে গিয়ে রাজিবের লাশটি শনাক্ত করা হয়।

কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান জানান, থানায় অভিযোগের ভিত্তিতে নিহত রাজিবের মোবাইল ফোন ট্র্যাক করে তার সর্বশেষ অবস্থান সালথা উপজেলার মেম্বার গট্রি দেখতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে- দুবৃর্ত্তরা রাজিবের ইজিবাইকটি ছিনিয়ে নিতেই তাকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

সালথা থানার এসআই আওলাদ হোসেন জানায়, অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধারের পর রাতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে তার পরিবার। ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

  • শেয়ার করুন