৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৩৪

চাল, খোলা পাম ওয়েল, চিনি, আটা, ময়দার দাম কেজিতে আরও দুই থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২

  • শেয়ার করুন

আন্তর্জাতিক বাজার, উৎপাদন ব্যয় ও জ্বালানি সংকটকে পুঁজি করে অভ্যন্তরীণ বাজারে দ্রব্যমূল্য প্রতিনিয়তই বাড়ছে। গতকাল রোববার রাজধানীর বাজারে মোটা চাল, খোলা পাম ওয়েল, চিনি, আটা, ময়দার দাম কেজিতে আরও দুই থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এর মধ্যে মোটা চাল ও খোলা আটায় ২ থেকে ৩ টাকা, খোলা ময়দায় বেড়েছে ৫ থেকে ১০ টাকা, প্যাকেট আটা ও ময়দায় বেড়েছে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত।

 

অন্যদিকে খোলা চিনির দাম ১০২ টাকা নির্ধারণ করা হলেও বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আর খোলা পাম অয়েল ১২১ টাকা বিক্রি হওয়ার কথা থাকলেও প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। সরকারি সংস্থার বাজার পর্যবেক্ষণ থেকে এ তথ্য জানা গেছে। তবে সংস্থাটির দাবি, একই সময়ে বাজারে দেশি ও আমদানি পেঁয়াজ, বোতল সয়াবিন, সুপার পাম অয়েল, ছোলা, ভালো মানের মসুর ডাল, শুকনা মরিচ, হলুদ, দেশি ও আমদানি আদা, ব্রয়লার মুরগি, ডিম, দারুচিনি, এলাচ ও তেজপাতার দাম কমেছে।

 

তথ্যমতে, বাজারে প্রতি কেজি মোট চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫৫ টাকায়, যা ২৬ নভেম্বরে বিক্রি হয়েছে ৪৬ থেকে ৫২ টাকায়। খোলা আটার কেজি ৬০ থেকে ৬৩ টাকা, এক দিন আগে ছিল ৫৮ থেকে ৬০ টাকা। প্যাকেট আটার কেজি ৬৫ থেকে ৭০ টাকা, আগে ছিল ৬২ থেকে ৬৫ টাকা। খোলা ময়দার কেজি ৭০ থেকে ৭৫ টাকা, আগে ছিল ৬০ থেকে ৭০ টাকা, প্যাকেট ময়দার কেজি ৭৫ থেকে ৮০ টাকা, আগে ছিল ৭২ থেকে ৭৫ টাকা।

 

তবে খোলা সয়াবিন তেলের দাম কমার দাবি করা হলেও এখনো সরকার নির্ধারিত দামের থেকে লিটারে ৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

 

অন্যদিকে, গত দুই দিনে বাজারে ভালো মানের মসুর ডাল কেজিতে ১০ টাকা কমে প্রতি কেজি ১৩০ থেকে ১৪০, মানভেদে ছোলার কেজিতে ৫ টাকা কমে ৮০ থেকে ৮৫, দেশি পেঁয়াজ কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে ৩০ থেকে ৪৫, আমদানি পেঁয়াজ কেজিতে ৫ টাকা কমে ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজিতে ১০ টাকা কমে ১৩৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের ডিমের হালিতে ৫ টাকা কমে ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

  • শেয়ার করুন