৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:৪২

চ্যাম্পিয়ন্স লিগের গতবারের ফাইনাল এবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডেই

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২

  • শেয়ার করুন

চ্যাম্পিয়ন্স লিগের গতবারের ফাইনাল এবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডেই। গত আসরে ফাইনাল খেলেছিলো রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল। এবার এই দু’দল মুখোমুখি হয়ে যাচ্ছে নকআউট পর্বের শুরুতেই।

 

সোমবার বাংলাদেশ সময় বিকেলে ৫টায় সুইজারল্যান্ডের নিয়ন শহরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল’র ড্র অনুষ্ঠিত হয়। যেখানে কঠিন প্রতিপক্ষের মুখোমুখে হয়েছে শিরোপার অন্যতম চার ফেবারিট রিয়াল মাদ্রিদ, লিভারপুল, বায়ার্ন মিউনিখ এবং পিএসজি। অর্থ্যাৎ, দ্বিতীয় রাউন্ডেই বিদায় ঘটবে ফেবারিট দুটি দল।

 

শেষ ষোল’র ড্রয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। জার্মান ক্লাব আরবি লিপজিগকে পেয়েছে তারা। চেলসি পেলো বরুশিয়া ডর্টমুন্ডকে। আরকেটি জমজমাট ম্যাচ হবে টটেনহ্যাম হটস্পার এবং এসি মিলানের মধ্যে। ইন্টার মিলান পেয়েছে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোকে।

 

আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ১৪, ১৫, ২১ এবং ২২ তারিখ অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের খেলা এবং মার্চের ৭,৮, ১৪ ও ১৫ তারিখ অনুষ্ঠিত হবে ফিরতি লেগের খেলা।

 

এক নজরে নকআউট মুখোমুখি যারা

 

আরবি লিপজিগ-ম্যানচেস্টার সিটি

 

ক্লাব ব্রুগ-বেনফিকা

 

লিভারপুল-রিয়াল মাদ্রিদ

 

এসি মিলান-টটেনহাম

 

ফ্রাঙ্কফুট-ন্যাপোলি

 

বরুশিয়া ডর্টমুন্ড-চেলসি

 

ইন্টার মিলান-এফসি পোর্তো

 

পিএসজি-বায়ার্ন মিউনিখ

  • শেয়ার করুন