৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:১১

ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদল নেতার মাথায় ৩০ সেলাই

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩

  • শেয়ার করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাতে নিকুঞ্জ ৫নং রোডে এ ঘটনা ঘটে। হামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এবং সহ-দপ্তর সম্পাদক আনোয়ার গুরুতর আহত হন।রাজিবুল ইসলামের মাথায় ৩০টি সেলাই করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, নিকুঞ্জ ৫নং রোডের একটি কম্পিউটার সেন্টারে সাংগঠনিক কাজ করছিলেন তারা। এসময় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীবের নেতৃত্বে একদল সন্ত্রাসী দা-চাপাতি, হকিস্টিক ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তিনজনের ওপর আকস্মিক হামলা চালায় ।

পরে তাদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আশেপাশের সাধারণ লোকজন উপস্থিত হলে রাজিবুল ইসলাম এবং সহ-দফতর সম্পাদক আনোয়ারকে উপর্যপুরি কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে পথচারীদের সহায়তায় তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

  • শেয়ার করুন