৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১১:৩১

ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল অধিকার পরিষদের

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩

  • শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ। আজ শুক্রবার সন্ধ্যায় পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মশাল মিছিলটি শুরু হয়। এরপর পল্টন, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন, শাহবাগ, টিএসসি ঘুরে জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তা শেষ হয়।

প্রতিবাদী মশাল মিছিলে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এ ছাড়া মিছিলে দলটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, আবু হানিফ, মাহফুজুর রহমান, শাকিলউজ্জামান, সাদ্দাম হোসেন, মালেক ফরাজী, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, আব্দুজ জাহের, তারেক রহমান, ফাতেমা তাসনিম, নাজমুল হুদা, ইলিয়াসসহ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আজ গণঅধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হওয়ার কথা ছিল। সেই কর্মসূচি করতেই সংগঠনটির নেতাকর্মীরা মিছিল নিয়ে বেলা ১১টার দিকে টিএসসিতে যান। তখন ডাস ক্যাফেটেরিয়ার সামনে ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর দুই দফায় হামলা করে। প্রথমে রাজু ভাস্কর্যের সামনে, পরে কেন্দ্রীয় মসজিদের সামনে। হামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহসভাপতি আখতার হোসেনসহ ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • শেয়ার করুন