৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:৪২

জুনের তিন সপ্তাহেই ডেঙ্গুতে ২৫ মৃত্যু

প্রকাশিত: জুন ২২, ২০২৩

  • শেয়ার করুন

বর্ষা পুরোপুরি শুরু না হওয়ার আগেই দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে। হাসপাতালে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শুধু চলতি জুন মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন।

বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত পাঁচ হাজার ৯২৪ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার (২১ জুন) সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩৮ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬০ জন।

এতে আরও বলা হয়েছে, আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৫ হাজার ৯২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪ হাজার ৬২১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৩০৩ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫৮৬ জন। ঢাকায় ৩ হাজার ৫৮৩ এবং ঢাকার বাইরে ১ হাজার ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

  • শেয়ার করুন