৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১১:১৭

ঝিনাইদহের এক কৃষকের এক বিঘা জমির লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২

  • শেয়ার করুন

ঝিনাইদহের এক কৃষকের এক বিঘা জমির লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, ক্ষতিগ্রস্ত কৃষক ভূপতিপুর গ্রামের আলতাফ মিয়া।

 

তিনি জানান, পার্শ্ববর্তী উত্তর কাস্টসাগরা গ্রামের মাঠে এক বিঘা জমি লিজ নিয়ে দেড় মাস আগে লাউগাছ লাগিয়েছিলেন। গত সপ্তাহে কিছু লাউ বিক্রিও করেছেন তিনি। এ অবস্থায় শুক্রবার সকালে আবারও লাউ তুলতে গিয়ে দেখেন তার জমির সব লাউগাছ কাটা। গতকাল বৃহস্পতিবার রাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

 

পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ এলাকার কেউ তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এমন অমানবিক ঘটনা ঘটিয়েছে বলেও জানান তিনি।

 

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, লাউগাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • শেয়ার করুন