৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ২:৩৭

টঙ্গীতে কারখানার জিএমসহ তিন কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে নেমেছেন শ্রমিকরা

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২

  • শেয়ার করুন

গাজীপুরের টঙ্গীতে কারখানার জিএমসহ তিন কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে নেমেছেন শ্রমিকরা। আজ সোমবার সকাল ৮টার দিক থেকে বিক্ষোভ শুরু করেন টঙ্গীর গাজীপুরা এলাকার তারাটেক্স গার্মেন্টস কারখানার শ্রমিকরা।

 

বিক্ষোভের কারণে কারখানা বন্ধ ঘোষণার নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ।

 

শ্রমিকরা জানান, কারখানার জিএম মো. মহসিন বিভিন্ন সময়ে নারী শ্রমিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও আপত্তিকর কথা বলেন। এ কারণে জিএম, প্রোডাকশন ম্যানেজার ও সুপারভাইজারকে প্রত্যাহার করার দাবিতে তারা কাজ বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন।

 

এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ওসি ওসমান গনি জানান, তারা উত্তেজিত শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। এ ছাড়া মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহা করার চেষ্টা করা হচ্ছে।

  • শেয়ার করুন