প্রকাশিত: জুলাই ৯, ২০২৩
গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় একটি বাসা থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৯ জুলাই) দুপুর ১টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে।
রুবিনা আক্তার (২০) নামের ওই তরুণীর বাবার নাম মো. নাছির। তারা তিনতলা বাসাটির নিচতলায় ভাড়া থাকেন।
রুবিনার ভাই মুন্না জানান, শনিবার রাতে নিজের ঘরে ঘুমিয়েছিলেন রুবিনা। সকালে না ওঠায় বেলা ১১টার দিকে পরিবারের লোকজন জানালা দিয়ে তার ঘরে উঁকি দেন। এ সময় রুবিনাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। পরে তারা দরজা ভেঙে ঘরে ঢোকেন।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন ফারুক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।