৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৪৬

টাইটানিক দেখতে গিয়ে ডুবোযান নিখোঁজ, উদ্ধার নিয়ে শঙ্কা

প্রকাশিত: জুন ২০, ২০২৩

  • শেয়ার করুন

টাইটানিক জাহাজ ডুবে গেছে ১৯১২ সালে। কিন্তু বহুল আলোচিত সেই জাহাজটির ধ্বংসাবশেষ দেখতে এখনো পর্যটকরা সেখানে যায়। সম্প্রতি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে পর্যটক নিয়ে যাওয়া একটি ডুবোযান আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়েছে।

যুক্তরাষ্ট্রের বোস্টন কোস্টগার্ড সোমবার বিবিসিকে জানিয়েছে, ডুবোযানটির সন্ধানে অভিযান চলছে। নিখোঁজ হওয়ার সময় ডুবোযানটিতে কতজন ছিলেন, তা এখনো জানা যায়নি।

জানা যায়, টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানোর জন্য ছোট ডুবোযানে পর্যটক ও গবেষকদের নিয়ে যাওয়া হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে আটলান্টিকের তলে টাইটানিকের ধ্বংসাবশে পৌঁছতে ও আবার ভেসে উঠতে প্রায় আট ঘণ্টা লাগে।

কানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে সাড়ে ১২ হাজার ফুট গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ পড়ে আছে।

প্রথম যাত্রাতেই ভাসমান হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে টাইটানিক ডুবে যায়। এই দুর্ঘটনায় জাহাজে থাকা ২ হাজার ২০০ যাত্রী ও ক্রুদের মধ্যে প্রায় দেড় হাজার জন নিহত হন। ১৯৮৫ সালে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কার হয়।

  • শেয়ার করুন