৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:৩৯

ডিএমপির নিষেধাজ্ঞা: সমাবেশ প্রশ্নে অনড় বিএনপি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২

  • শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডিতে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচিস্থলে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। তবে সমাবেশ প্রশ্নে এখনো অনড় অবস্থানে রয়েছে বিএনপি। পূর্বঘোষিত নির্ধারিত সময়ে সমাবেশ করতে চায় দলটি।

রোববার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। পরে সেখানে যুবলীগের পক্ষ থেকেও কর্মসূচি ঘোষণা করা হয়। এ কারণে পুলিশ সমাবেশস্থলে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেয়।

তবে এ বিষয়ে বিএনপির সিদ্ধান্তে কোনো পরিবর্তন নেই। রোববার দিনগত রাত সোয়া একটার দিকে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার দুপুর দেড়টার দিকে ইকবাল হাসান মাহমুদ টুকু তার আসাদ গেটের বাসভবন থেকে সমাবেশ স্থলে রওনা দেবেন। ইকবাল হাসান মাহমুদ টুকু ওই সমাবেশের প্রধান অতিথি।

  • শেয়ার করুন