৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:৩৫

ডিম আমদানির অনুমোদন দেওয়ার কথা ভাবছে সরকার

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২

  • শেয়ার করুন

ডিম আমদানির অনুমোদন দেওয়ার কথা ভাবছে সরকার। কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় বাজারে সরবরাহ বাড়াতে এ আমিষ পণ্যের আমদানির অনুমোদন দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে।

 

সূত্র জানায়, ১০টি প্রতিষ্ঠান ১০ কোটি করে এক বছরে মোট ১০০ কোটি পিস ডিম আমদানি করতে চায়। এর আগেও এ নিয়ে আলোচনা করেছেন ব্যবসায়ীরা। এখন আনুষ্ঠানিকভাবে প্রস্তাব এসেছে। দেশে দৈনিক ৪ কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। দেশের পোলট্রি ফার্মগুলো চাহিদার সমান সরবরাহ করার সামর্থ্য রাখে।

 

কয়েক মাস ধরে দেশের ডিমের বাজারে এক ধরনের অস্থিতিশীলতা দেখা দিয়েছে। হঠাৎ করেই এই আমিষ পণ্যের দাম ডজনে ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল শুক্রবারও রাজধানীর বাজারগুলোতে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৩৫ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হয়েছে। তিন মাসের ব্যবধানে প্রতিটি ডিমের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা।

 

পোলট্রি খাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ফার্মে অনেক মুরগি মারা যাচ্ছে। আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই পোলট্রি খাবারের দাম বেড়েছে। এ কারণে ডিমের সরবরাহ কমেছে বাজারে। ফলে দাম বেড়েছে। যদিও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের অভিযানে দেখেছে, ব্যবসায়ীদের দাবির পুরোটা সত্য নয়। ফার্ম ও পাইকারি পর্যায়ের অনেক ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিচ্ছেন।

 

ব্যবসায়ীদের যোগসাজশের প্রমাণও পেয়েছে অধিদপ্তর। এ পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিদপ্তর ডিম আমদানির সুযোগ দেওয়ার পক্ষে মত দেয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইও এ বিষয়ে ইতিবাচক মত দিয়েছে এর আগে।

  • শেয়ার করুন