৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:০৮

ডিসেম্বর ঢাকার সমাবেশ করতে বিএনপি প্রস্তুত বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন:মির্জা আব্বাস

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২

  • শেয়ার করুন

সরকারের দমনপীড়ন ও সন্ত্রাস মোকাবিলা করেই ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ করতে বিএনপি প্রস্তুত বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

 

মির্জা আব্বাস বলেন, আমাদের মহানগরের নেতারা বাসায় থাকতে পারছেন না। সরকার সন্ত্রাসমূলক আচরণ করে ঢাকায় একটা দূরাবস্থা সৃষ্টি করেছে; কিন্তু কর্মীরা ভীত নন। সমাবেশ সফল করব ইনশাআল্লাহ। তিনি বলেন, অনেকে প্রশ্ন করেছেন ভাই সেদিন (১০ ডিসেম্বর) কি আপনারা বসে পড়বেন? আমরা বসে পড়ব কেন? বসে পড়া তো কাজ নয়। আমাদের কাজ হলো, আমরা ১২টা থেকে ৪টা পর্যন্ত সমাবেশ করব। তার পরে কর্মীরা যার যার মতো ফিরে যাবে।

 

সংবাদ সম্মেলনে বিএনপির আবদুল আউয়াল মিন্টু, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, রফিকুল আলম মজনু, ইশরাক হোসেন, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল, রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন