৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:০৪

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৫৫

প্রকাশিত: জুলাই ২০, ২০২৩

  • শেয়ার করুন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭৫৫ জন।

এর আগে গতকাল রেকর্ড সর্বোচ্চ ১৯ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকায় ৮ জন এবং ঢাকার বাইরে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৫৫ জনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে ৮৪৫ জন ঢাকার এবং ৯১০ জন ঢাকার বাইরের।

সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫ হাজার ৯৩৭ জন রোগী ভর্তি আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ৫২২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ২ হাজার ৪১৫ জন।

  • শেয়ার করুন