প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২
রেলপথে ঢাকা-সিলেট রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা খুবই কম। তাছাড়া প্রচুর স্টপেজ থাকায় যাত্রীদের সময়ও নষ্ট হয়। এসব ভোগান্তি দূর করতে এবার ঢাকা-সিলেট রুটে দ্রুতগ্রামী নন-স্টপ ট্রেন চালু করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি এই তথ্য জানান। তিনি জানান, ২০২৩ সালের জুন মাসের মধ্যে ঢাকা-সিলেট রেলপথে চালু হচ্ছে ননস্টপ ট্রেন।
গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির একক প্রচেষ্টায় চালু হচ্ছে এই ট্রেন। তিনি জানান, এই অঞ্চলের মানুষের ব্যাপক চাহিদা বিবেচনা করে ঢাকা-সিলেট রুটে দ্রুতগ্রামী নন-স্টপ ট্রেন চালুর জন্য গত ১১ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীরের হাতে আনুষ্ঠানিকভাবে ডিও লেটার দিয়েছিলাম। বৃহস্পতিবার সংসদীয় স্থায়ী কমিটির ২৪তম সভায় পুনরায় নন-স্টপ দ্রতগামী ট্রেন চালু করার জোর প্রস্তাব করলে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এবং স্থায়ী কমিটির চেয়ারম্যান এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি প্রস্তাবটি আমলে নেন।
শাহনওয়াজ মিলাদ এমপি বলেন, জনসাধারণের ভোগান্তি দূর করতে আগামী ২০২৩ সালের জুন মাসের মধ্যে সিলেটের জন্য নন-স্টপ ট্রেন কোচ চালুর বিষয়ে আশ্বস্ত করেন রেলমন্ত্রী।