৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:১৩

দারুন খেলে আউট সাকিব

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২

  • শেয়ার করুন

অর্ধশতকের পর চওড়া ব্যাটে খেলছিলেন সাকিব আল হাসান। কিন্তু ১৯তম ওভারের প্রথম বলে ছন্দপতন।

সাউদির অফ স্টাম্পের বেশ বাইরে, প্রায় ওয়াইড নির্দেশক দাগঘেঁষা বলে ব্যাট চালালেন সাকিব। এজড হলেন তাতেই।

বেশ কিছুক্ষণ ধরেই প্রয়োজনীয় রানরেট নাগালের প্রায় বাইরেই চলে গেছে। তবে সাকিব লড়াই করছিলেন যতক্ষণ ক্রিজে ছিলেন। বাংলাদেশ অধিনায়ককে থামতে হলো। ৪৪ বলে ৭০ রানের ইনিংসে তিনি মেরেছেন ৮টি চার, ১টি ছক্কা।

এর আগে একবার জীবন পান সাকিব আল হাসান। ট্রেন্ট বোল্টের বলে ৬৭ রানে ফিরতে পারতেন বাংলাদেশ অধিনায়ক।

১৮তম ওভারের প্রথম বলটি হাঁটু গেড়ে স্লগ করে ব্যাট-বলে করতে পারেননি সাকিব। ব্যাটের কানায় লেগে বল আকাশে উঠে যায়।

শর্ট থার্ডম্যানে থাকা বদলি ফিল্ডার ব্লেয়ার টিকনার উল্টো দিকে দৌড়ে বলের নিচে যান ঠিকই। কিন্তু কঠিন ক্যাচটি জমাতে পারেননি হাতে।

  • শেয়ার করুন