প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩
দেওয়াল দিয়ে হেঁটে যাওয়ার সময় নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রাইসা (২)। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ডেমরায় কোনাপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহতের গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায়। শিশুটি কোনাপাড়ার আলামিন রোড এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতো।
নিহতের বাবা রুবেল হোসেন বলেন, আমি কনস্ট্রাকশনের কাজ করি। আমার মেয়ে বাসার পাশে খেলতে খেলতে একটি দেওয়ালে উঠে পায়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।