১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৯:৪২

দেরিতে হলেও এনভয় গ্রুপের টাকা হাতে পেলেন সাবিনারা

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩

  • শেয়ার করুন

চারটায় শুরু হওয়ার কথা সংবর্ধনা। প্রধান অতিথি আব্দুস সালাম মুর্শেদী অনুষ্ঠানস্থলে এলেন বিকেল ৫টা ৪ মিনিটে। এসে যথারীতি ক্ষমা চাইলেন, জ্যামের কারণে গাড়ি ফেলে রিকশায় আসার ফিরিস্তি দিলেন। বাফুফে ভবনে বিরক্তি ধরানো চৈত্রের তপ্ত বিকেল এরপর অবশ্য প্রাণবন্ত হয়ে উঠল সাফজয়ী নারী দলের সংবর্ধনায়।

এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালাম ঘোষিত ৫০ লাখ টাকা গতকাল হস্তান্তর করলেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুস সালাম মুর্শেদী। ছেলে ইশমাম সালাম ও আব্দুস সালাম মুর্শেদী মিলে একে একে সাফজয়ী দলের সদস্যদের হাতে ঘোষিত পুরস্কারের অর্থ তুলে দিলেন। এ সময় বাফুফে নারী বিভাগের প্রধান মাহফুজা আক্তার কিরনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন