প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩
দেশের সব নাগরিকের জন্য হেলথ কার্ড করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। গতকাল মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা ডিজিটালাইজড করছি। এর কারণ হচ্ছে, দেশে প্রত্যেকের জন্য একটি হেলথ কার্ড হবে। এতে সবার স্বাস্থ্যের সব তথ্য থাকবে। অন্যান্য দেশেও এভাবে হেলথ কার্ড থাকে। এটার ডিপিপি পরিকল্পনা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই একনেকে এটা পাস করবেন।দেশের স্বাস্থ্য ব্যবস্থায় লোকবলের ঘাটতি রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৫০ হাজার লোক নিয়োগ দেওয়ার পরেও ঘাটতি রয়েছে। স্বাস্থ্য ব্যবস্থায় তিন লাখ লোক কাজ করে। আমাদের আরও তিন লাখ লোক লাগবে।
জাহিদ মালেক আরও বলেন, সরকারি খাতে ওষুধ প্রস্তুত করতে বিনিয়োগ বাড়ানো হয়েছে। টিকা উৎপাদনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। আমেরিকাতে স্বাস্থ্যসেবা সরকার দেয় না, কেবল যাদের বীমা আছে, তারাই এ সেবা পান। বাংলাদেশে ৫০ শতাংশ চিকিৎসাসেবা সরকার দেয়।
সংলাপে আরও উপস্থিত ছিলেন বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসউদুল হক, সহসভাপতি মোতাহার হোসেন প্রমুখ।