২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১:৫৯

দেশের মানুষ শান্তিতে আছে: রেলমন্ত্রী

প্রকাশিত: আগস্ট ১২, ২০২২

  • শেয়ার করুন
পল্লীর আভাস :
দেশের মানুষ শান্তিতে আছে বলে উল্লেখ করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অর্থনৈতিক অবস্থায় সারা বিশ্ব অস্বস্তিতে রয়েছে, শুধু বাংলাদেশ নয়। কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য একটি দল ষড়যন্ত্র করছে।

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে বীর মুক্তিযোদ্ধাদের বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। পাটের গুদামে আগুন দেওয়া, গণবাহিনী প্রস্তুত, রেললাইন উপড়ে ফেলা, ঈদের ময়দানে গুলি করে সংসদ সদস্যকে হত্যা করে ক্ষেত্র প্রস্তুত করেছিলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, গণতন্ত্র মঞ্চের নামে আবার তিনি (রব) মাঠে আসছেন। এরা চিহ্নিত দেশের দুশমন। কাজেই এই বিষয়ে আমাদের সাবধান হওয়ার প্রয়োজন আছে।

মহাকাল নাট্য সম্প্রদায়ের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, ড. মোহাম্মদ জাকেরুল আবেদীন, মহাকাল নাট্য সম্প্রদায়ের বর্তমান সভাপতি মীর জাহিদ হাসান।

  • শেয়ার করুন