প্রকাশিত: নভেম্বর ২, ২০২২
নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদী থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে নবগঙ্গা নদীর কালিয়া-কাঞ্চনপুর খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কালিয়া-কাঞ্চনপুর খেয়াঘাটের কাছে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। অর্ধগলিত ওই মরদেহের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম জানান, নবগঙ্গা নদীতে ভাসমান এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।