৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৪৯

নড়িয়ায় মাকে বঁটি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে ছেলে

প্রকাশিত: জুন ২২, ২০২৩

  • শেয়ার করুন

শরীয়তপুরের নড়িয়ায় মাকে বঁটি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এ ঘটনায় ছেলে জাহিদ মাঝিকে (২৫) আটক করে নড়িয়া থানা পুলিশ। বুধবার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে শরীয়তপুরের নড়িয়ার ঘড়িষার ইউনিয়নের হাজী জালালউদ্দিন মার্কেটের তৃতীয় তলায় সেলিম মাঝির বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মা নার্গিস বেগম (৪০) ঘড়িষার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন এবং ঘড়িষার বাজারের ব্যবসায়ী সেলিম মাঝির স্ত্রী তিনি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নড়িয়ার ঘড়িষার বাজারের হাজী জালালউদ্দিন মার্কেটের মালিক সেলিম মাঝি। সেলিম মাঝির স্ত্রী হলো নার্গিস বেগম। তাদের তিন ছেলে। জাহিদ সকলের বড়।

জানা যায়, বুধবার বিকেলে বিয়ের দাওয়াত খেয়ে জাহিদের বাবা ও মা বাড়িতে আসে। পরে জাহিদের মাকে ও জাহিদকে বাড়িতে একা রেখে বাবা সেলিম মাঝি দোকানে চলে যায়। এরপর সন্ধ্যায় বাবা সেলিম মাঝি ও শাহিন মাঝি এসে ঘরের দরজা বন্ধ দেখে। পরে দরজা না খুলায় দরজাটি ভেঙে দেখে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে ছিল নার্গিস বেগম। আর পাশেই পড়ে ছিল হাতের দুটি আঙুল। আর ছেলে জাহিদ বঁটি হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল। লোকজনের সাহায্য তাকে আটক করে বেঁধে রাখা হয়।

খবর পেয়ে এলাকার লোকজন ঘড়িষার বাজারে একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নড়িয়া থানার ওসি এসে স্থানীদের হাত থেকে হত্যাকারী জাহিদকে আটক করে থানায় নিয়ে যায়।

নাড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। স্থানীয়দের মাধ্যমে আমরা আসামিকে আমাদের হেফাজতে এনেছি এবং ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এজাহার পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা নেব।

  • শেয়ার করুন