নবিজির বাবা আবদুল্লাহ, তার পিতা আবদুল মুত্তালিব (আবদুল মুত্তালিবের প্রকৃত নাম শায়বা), তার পিতা হাশিম (হাশিমের প্রকৃত নাম আমর), তার পিতা আবদে মানাফ (আবদে মানাফের প্রকৃত নাম আল মুগীরা) তার পিতা কুসাই (কুসাই-এর প্রকৃত নাম যায়েদ), তার পিতা কিলাব, তার পিতা মুররাহ, তার পিতা কা’ব, তার পিতা লুয়াই, তার পিতা গালেব, তার পিতা ফিহির, তার পিতা মালেক, তার পিতা নাদার, তার পিতা কিনান, তার পিতা খুযাইমা, তার পিতা মুদরিকা (মুদরিকার প্রকৃত নাম আমের), তার পিতা ইলিয়াস, তার পিতা মুদার, তার পিতা নিযার, তার পিতা মাআদ, তার পিতা আদনান, তার পিতা উদ্, তার পিতা মুকাওয়াম, তার পিতা নাহুর, তার পিতা তাইরাহ্, তার পিতা ইয়রুব, তার পিতা ইয়াশজুব, তার পিতা নাবেত, তার পিতা ইসমাঈল (আলাইহিস সালাম), তার পিতা ইবরাহিম (আলাইহিস সালাম), তার পিতা তারেহ (তারেহের অপর নাম আযর), তার পিতা নাহুর, তার পিতা সারীগ, তার পিতা রাউ, তার পিতা ফালেখ, তার পিতা উবায়ের, তার পিতা শালেখ, তার পিতা আরফাখশাদ, তার পিতা সাম, তার পিতা নূহ (আলাইহিস সালাম), তার পিতা লামক, তার পিতা মুত্তাওশালাখ, তার পিতা আখ্নুখ (ঐতিহাসিকদের ধারণা, তিনি হজরত ইদরিস আলাইহিস সালাম), তার পিতা ইয়ারদ, তার পিতা মাহলীল, তার পিতা কাইনান, তার পিতা ইয়নিশ, তার পিতা শীস, তার পিতা আদম আলাইহিস সালাম।