১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৫:৪৯

নয়াপল্টনে বিএনপির গণ অবস্থান ঘিরে পুরো এলাকা জুড়ে ছিল মিছিল

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩

  • শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আন্দোলনের ১০ দফা কর্মসূচি বাস্তবায়নে ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।

 

সরকার পতনের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ ১১ জানুয়ারি (বুধবার) রাজধানীসহ সারাদেশের বিভাগীয় শহরে গণঅবস্থান পালন করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

 

সকাল ১০ টায় গণঅবস্থান শুরু হয়ে বেলা ২ টা পর্যন্ত গণঅবস্থান এ কর্মসূচি চলে।

 

গণ অবস্থান শুরুর আগ মূহুর্ত সকাল থেকেই নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর – দক্ষিণ বিএনপি ও অংগসংগঠনগুলোর ব্যানারে চোখে পড়ার মতো খন্ড খন্ড মিছিল নিয়ে গণ অবস্থান ঘিরে বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যাপক জন সমাগম ঘটে। এ সময় মিছিলে মিছিলে সয়লাব ছিল পুরো নয়াপল্টন এলাকা। ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত ছিল শুধু মানুষ আর মানুষ। সাধারণ মানুষের উপস্থিতিও ছিল ব্যাপক। একদম কানায় কানায় পূর্ণ ছিল এলাকা। বিভিন্ন থানা- ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার ফ্যাস্টুন ও প্লেকার্ড নিয়ে বিশাল মিছিল সহকারে সমাবেশে যোগ দেয়।

 

ডেমরা যাএাবাড়ী থানা বিএনপির মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নবী উল্লাহ নবী ও জামশেদুল আলম শ্যামলসহ স্হানীয় বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।

 

শ্যামপুর – কদমতলী থানা বিএনপির মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলামসহ স্হানীয় বিএনপি ও অংগসমূহের নেতাকর্মীরা।

 

চকবাজার থানা বিএনপির মিছিলে নেতৃত্ব দেন সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির ও শফিকুল ইসলাম রাসেল সহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

মোহাম্মদপুর থানা বিএনপির মিছিলে নেতৃত্ব দেন এম এস আহমাদ আলী, এ্যাড সারোয়ার হোসেন সাকিফ, এ্যাড মাসুম খান রাজেশ সহ নেতৃবৃন্দ।

 

আদাবর থানা বিএনপির মিছিলে নেতৃত্ব দেন মনোয়ার হাসান জীবন সহ নেতৃবৃন্দ।

 

মিরপুর দারুসসালাম ও শাহআলী থানা বিএনপির মিছিল গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এ সিদ্দিক সাজুর নেতৃত্বে দেলোয়ার হোসেন দুলু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

ভাটারা থানা বিএনপির মিছিলে নেতৃত্ব দেন মোঃ সেলিম মিয়া, মোহাম্মদ আলীসহ প্রমুখ,

 

বাড্ডা থানা বিএনপির মিছিলে নেতৃত্ব দেন সাবেক চেয়ারম্যান মোঃ আলী হোসেন।

 

বিমানবন্দর থানা, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, দক্ষিণ খান থানা, উত্তর খান থানা, তুরাগ থানা বিএনপির মিছিলে নেতৃত্ব দেন হাজী মোস্তফা জামান, কাউন্সিলর আলী আকবর আলী , আব্দুস ছালাম, দেলোয়ার হোসেন দিলু, হাজী জহিরুল ইসলাম জহির, মোঃ জাহাঙ্গীর আলম বেপারী

 

জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ফয়েজ উল্লাহ ইকবালের নেতৃত্বে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

  • শেয়ার করুন