৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৫:৫১

নরসিংদীতে পানির ট্যাংক থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২

  • শেয়ার করুন

নরসিংদীতে নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংক থেকে আশরাফুল ইসলাম (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

শিশুটি শিবপুর উপজেলার কারারচর এলাকার আলকাজ ইসলামের ছেলে। শিশু আশরাফের বাবা আলকাজ মিয়া তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কারারচর এলাকায় থাকেন। আশরাফ তার মা আম্বিয়া বেগমের সঙ্গে সোনাতলা এলাকায় থাকতেন। মা আম্বিয়া বেগম ভিক্ষা করে সংসার চালায়।

 

আম্বিয়া বেগম জানান, আজ সকালে আশরাফ বাইরে খেলতে যায়। দুপুরে পাশের বাড়ির ট্যাংকে একটি বাচ্চা পড়ে থাকার খবর শুনে তিনি দেখেন তার ছেলে পানিতে ভেসে আছে।

 

এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জহর আলির নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, ট্যাংকটি ১০ থেকে ১২ ফুট গভীর ছিল। এর ভেতরের জমা পানিতে শিশুটি ভেসেছিল। আমরা ২০ মিনিটের চেষ্টায় ভেতর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকের ভেতরে পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে।

 

নরসিংদী মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, শিশুটির শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • শেয়ার করুন